মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৩১ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের অবসরপ্রাপ্ত সচিব জিল্লার রহমান। স্বাগত বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শামসুজামান বাবু।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, বালুগ্রাম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাইদুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ সাইদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক মিথুন। আলোচনা সভায় মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোকপাত করা হয়। স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে মহান এ নেতার অবদান বিন¤্র শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং ৭৫ এর বিয়োগান্তক ঘটনাকে ধিক্কার জানানো হয়।