মেহেদি হাসান
পদ্মা নদীর ভাঙন চলছে। জিও ব্যাগ ফেলে নদীর তীর সংরক্ষণের চেষ্টা করছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামে পদ্মা নদীর ভাঙন পরিদর্শন করেছেন ৩৩৮, চাঁপাইনবাবগঞ্জের মহিলা এমপি ফেরদৌসি ইসলাম জেসি। এসময় তিনি নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের সান্ত¦না দেন এবং আগামী শুষ্ক মৌসুমে স্থায়ী বাঁধের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন-মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দৃষ্টি আছে এই এলাকার মানুষের প্রতি। আপনারা সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। ফেরদৌসি ইসলাম জেসি হেঁটে ও নৌকাযোগে পদ্মা নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেন।
এ-সময় আরো উপস্থিত ছিলেন- সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেসবাহুল শাকের জ্যোতি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ রানা টিপু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ স্থানীয় দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ।