মেহেদি হাসান
জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালায় আলোচনা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সামাজিক দূরত্ব মেনে অংশ নেয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এর আগে সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন শিক্ষকবৃন্দ।
গ্রাম্য মোড়ল সুরেন কোল টুডুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস, প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন প্রমূখ। এ দিনে নিহতদের মাগফেরাত কামনা করে সার্বজনীন প্রার্থনা সভা পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মো. সুজারুদ্দিন। এতে অন্যান্য ধর্মের শিক্ষার্থীরাও নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনা করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাঈদ মাহমুদ, সাহিত্য সম্পাদক শিরিনা খাতুন, মানবসম্পদ বিষয়ক সম্পাদক সোনিয়া খাতুন, গ্রাম্য মোড়ল কার্তিক কোল টুডু, চানু কোল হাসদা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, লুইশ মুর্মুসহ অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ।