চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বজ্রপাতে ২জনের মৃত্যু

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পৃথক দুটি স্থানে বজ্রপাতে ২জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেরপুর কোঠাডাঙ্গা গ্রামের মৃত ঝারিয়ার ছেলে শ্রী বিদায় ওরাও (৫২) এবং একই উপজেলার বড়দাদপুর গ্রামের মোঃ ইমরানের ছেলে মোঃ ইয়াসিন (২৮)। 

ঘটনাটি ঘটেছে  বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গোমস্তাপুর উপজেলার বড়দাদপুর গ্রামে ও শেরপুর কোঠাডাঙ্গা গ্রামে। এসময় তারা জমিতে কৃষিকাজ করছিল।

গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টির সাথে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই দু’জন প্রাণ হারান।


কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।