মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে ২০২০ সালে বজ্রপাতের ঘটনা ঘটেছিল বেশ কয়েকটি। তথ্যানুযায়ী গতবছর জেলায় ৯টি বজ্রপাতের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ৭ জন। এছাড়া কয়েকটি গরুও বজ্রপাতে মারা গেছে।
রেকর্ডসংখ্যক বজ্রপাতে মৃত্যু হয়েছিল শিবগঞ্জ উপজেলায়। সেখানে ৫টি বজ্রপাতের ঘটনায় ৬ জন নিহত হন এবং আহত হন ২ জন। এরপর রয়েছে সদর উপজেলা। সদরে ২টি বজ্রপাতে ২ জন নিহত হন। এছাড়া গোমস্তাপুর ও নাচোলে ১ জন করে নিহত হন। বজ্রপাতে গোমস্তাপুরে আহত হন ৫ জন।
নিহতদের মধ্যে সেপ্টেম্বর মাসে রেকর্ডসংখ্যক ৪ জন বজ্রপাতে নিহত হন। এছাড়া এপ্রিল মাসে ১ জন, মে মাসে ২ জন, জুন মাসে ২ জন ও অক্টোবর মাসে ১ জন।