চাঁপাইনবাবগঞ্জ থেকে বিদায় নিচ্ছেন উপ-সচিব তাজকির উজ জামান

মেহেদি হাসান

মেহেদি হাসান : এ কে এম তাজকির উজ জামান, একজন আত্নপ্রত্যায়ী, দৃঢ়চেতা প্রশাসন ক্যাডারের ২৭ ব্যাচের গর্বিত সদস্য। সততা, মেধা, নিষ্ঠা, অধ্যাবসায় এবং দূরদৃষ্টির কারণে তিনি আজ উপ-সচিব পদে পদান্নিত। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আগামী সপ্তাহের মধ্যে তিনি যোগদান করবেন অর্থ মন্ত্রণালয়ে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে যোগদান করেন ২০১৮ সালের ২২ অক্টোবর। যোগদান করেই তিনি তৎকালীন জেলা প্রশাসক এ জেড এম নুরুল হকের পরামর্শক্রমে জেলা প্রশাসনকে সুন্দর সমৃদ্ধ করতে কাজ শুরু করেন। জেলা প্রশাসনের অব্যহৃত ছাদকে করে তুলেন ছাদ বাগানরূপে, যেখানে জেলা প্রশাসনের যেকোন অনুষ্ঠান করা যাবে। চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে স্মরণ করে রাখার মত বিজয় র‌্যালী  করে সাড়া জাগিয়ে তুলেন।

মুজিববর্ষ উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলার সাহিত্য সাংস্কৃতিক ও শিল্পকে তুলে ধরতে ৬৬ দিন ব্যাপী মুজিবমঞ্চে অনুষ্ঠান পরিচালনা করা, জেলা প্রশাসন চত্বরে প্লাস্টিকের বোতল দিয়ে ঘর, ম্যাংগো ফটো জোন, আমপাড়া উৎসব, সম্প্রতি বাল্যবিবাহ রোধে ইমামদের নিয়ে শপথ ও উন্নয়ন মেলা উপলক্ষে মুক্তিযুদ্ধ নাম ফলকের সামনে  ছাতা দিয়ে সাজানো গেট যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। প্রশাসনের কাজ করার পাশাপাশি শুরু করেন বিভিন্ন প্রকাশনার কাজ চাঁপাইনবাবগঞ্জ জেলার ইতিহাসে স্বাক্ষী করে রাখার জন্য ১২০০ জন ভাতাভোগী মুক্তিযুদ্ধাদের নিয়ে অগ্নিস্বাক্ষর, জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের পরিচিতি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ জীবনী সম্বলিত আমার বিদ্যালয়। বর্তমান জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজের নির্দেশনা মোতাবেক জেলার ৫ উপজেলার ৪৫টি ইউনিয়নের ইতিহাস, চেয়ারম্যানদের কার্যকাল, গ্রাম পুলিশদের পরিচিতি নিয়ে তৃণমূল বার্তা, গ্রাম পুলিশ গাইড, চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান অর্থকরী ফসল আম নিয়ে সম্পাদনা করেছেন আমের ১০০ জাত যেখানে ১০০ জাতের আমের পরিচিতিসহ সকল তথ্য ফুটে উঠেছে। আম নিয়ে শুধু প্রকাশনায় নয় জেলার আরো অনেক বেনামী আম গুলোকে নামকরণের কাজও সম্পাদন করেছেন। কানসাটে রাজার বাগানকে বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম এর কাজ চলমান রয়েছে।

এছাড়াও পর্যটকদের সুবিধার্থে অ্যাপস্ দূরে কোথাও, পর্যটন গাইড দেখা হয়না চক্ষু মেলিয়া, চলো বেড়াই চাঁপাই, ইউনিয়ন পরিষদের বাল্যবিবাহ, জঙ্গিবাদ দমনে তথ্য সংগ্রহ ও কার্যক্রম তদারকির জন্য ডিস্ট্রিক এ্যাডমিনিস্ট্রেটিভ সফট্ওয়্যার তৈরি করেন।  ছোট কিছু প্রকাশনার মধ্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা কে নিয়ে লিখা ” আমার পিতা শেখ মুজিব” মা কে নিয়ে লেখা : ”বঙ্গমাতা ফজিলাতুন্নেছা” ছোট ভাই রাসেলকে নিয়ে লেখা ” ছোট রাসেল সোনা” শেখ রেহানার বাবাকে নিয়ে লেখা ” আমার পিতা”  ভাজপত্র হিসেবে প্রকাশ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য প্রশ্নোত্তর মূলক বই” বঙ্গবন্ধকে জানি” ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, দেশাত্তবোধক কবিতা,বই পড়াকে উৎসাহ দিতে বুকমার্ক ও ছাপানো হয়েছে।  

 চাঁপাইনবাবগঞ্জ জেলায় বাদপড়া  বিভিন্ন স্কুল কলেজে স্কাউটিং চালু করে জেলাকে শতভাগ স্কাউটিং জেলা ঘোষনা করা, জেলার পরিত্যক্ত স্কাউট ভবন ভেঙ্গে সাত তলা ভিত বিশিষ্ট স্কাউট ভবন নির্মাণ কাজ। যা এবছর জেলা প্রশাসক  মোঃ মঞ্জুরুল হাফিজ নির্মাণ কাজের উদ্বোধন করে । যা ইতোমধ্যে দ্বিতীয় তলা পর্যন্ত ছাদ ঢালাই কাজ সম্পর্ন হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের দায়িত্ব পাওয়ার পর ৪৫টি ইউনিয়নকে ঢেলে সাজাতে নিয়মিত ইউনিয়ন পরিদর্শন, সমস্যা ও সম্ভবনা  নিয়ে কাজ করেছেন। চাঁপাইনবাবগঞ্জে সফলভাবে কাজ করার জন্য পেয়েছেন শুদ্ধাচার পুরস্কার। সর্বপরি যা না বললে নয় তিনি যে সৎ, যোগ্য,কর্মঠ দক্ষার বলিয়ান তা তার কাজ প্রমান করে। চাঁপাইনবাবগঞ্জ বাসী তাকে আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।