মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে ঈদুল আজহার পর নতুন করে জারি করা কঠোর বিধিনিষেধের ৬ষ্ঠ দিন বুধবার অতিবাহিত হয়েছে।
প্রতিদিনের মতো এ দিনেও জেলাজুড়ে জনসচেতনতামূলক অভিযান চালিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রশাসনকে সহযোগিতা করেন সেনাবাহিনীর সদস্যরা।
সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রতিদিনি মোবাইল কোর্ট পরিচালনা করে শাস্তি হিসেবে জরিমানা আদায় করা হচ্ছে। যারা মাস্ক ছাড়া ঘর থেকে বেরিয়েছেন, যারা গাড়ির সঠিক কাগজপত্র সঙ্গে নেননি, যারা অকারণে আড্ডাবাজি করেছেন তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের জেরার মুখে পড়তে হয়েছে এবং কাউকে কাউকে গুণতে হয়েছে জরিমানা।
জেলা প্রশাসনের বিচার শাখা সূত্রে জানা গেছে, বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে ৩৯ হাজার ৭৫০ টাকা এবং মামলা দায়ের করা হয়েছে ৫৩টি।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রাজারামপুরে বাল্যবিয়ের দায়ে দুই বরকে ৬ মাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে।