মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি ও সিনিয়র আইনজীবি নজরুল ইসলাম সোনা মারা গেছেন (ইনানিল্লাহি ওইন্নাইলাহি রাজিউন)। শনিবার দুপুর দুইটার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন।
তিনি,দীর্ঘদিন থেকে ক্যান্সার ও হার্টের সমস্যায় ভুগছিলেন। সর্বশেষ ঈদের দিন রাতে হার্টের সমস্যা তীব্র হলে, তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শনিবার সকালে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিলো। ঢাকায় পৌচ্ছার পরপরই হাসপাতালে তিনি মারা যান।
এ্যাড.নজরুল ইসলাম সোনা, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের তিনবার নির্বাচিত চেয়াম্যান ছিলেন, তিনি সবার কাছেই সোনা চেয়ারম্যান হিসাবেই পরিচিত।
যুক্ত ছিলেন,আইন পেশায়, তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবি সমিতিতে চারবারের সিনিয়র সহ সভাপতির দ্বায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে, এক মেয়েসহ,নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এ্যাড. নজরুল ইসলামের পরিবার সূত্র জানিয়েছে, মরদেহ ঢাকা থেকে আসার পরই, জানাজার নামাজের সময় নির্ধারন করবেন তারা।