তহাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় এরফান আলীর দুঃখ প্রকাশ

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার তহাবাজারে অগ্নিকাণ্ডে ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. এরফান আলী।

বৃহস্পতিবার বিকালে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, তহাবাজারে প্রায় ৩০ থেকে ৩৫ টি দোকান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ীদের সুবিধার্থে সকল ব্যবসায়ীদের নিয়ে তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদের ক্ষতিপূরণে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন।

তিনি আরো জানান, আল্লাহর অশেষ মেহেরবানীতে অগ্নিকাণ্ডে কোন হতাহত বা কেউ নিহত হয়নি এজন্য তিনি আল্লাহর নিকট শুকরিয়া প্রকাশ করেন।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।