মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। রবিবার রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি ল্যাবে ৩৮ জনের আরটি-পিসিআর পরীক্ষায় এই ৮ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
এদিকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসতপালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় জেলাশহরের পাঠানপাড়া এলাকার এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স ৫৫ বছর। তিনি রবিবার বেলা দেড়টার দিকে মারা যান।
এইসব তথ্য নিশ্চিত করে জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও জেলার সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, গত ৩ জুলাই ৩৬ জনের এবং ২৭ ও ২৮ জুন ২ জনের নমুনা সংগ্রহ করা হয়। আজ রবিবার ৩৬ জনের এবং গত ১ জুন ২টি নমুনা রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি ল্যাবে পাঠানো হয়। এই ৩৮টি নমুনা আজ পরীক্ষা করে ৮ জনের সংক্রমণ ধরা পড়ে এবং ২৮ জুন সংগৃহীত নমুনাটি বাতিল হয়ে যায়। নমুনাটি ভোলাহাট উপজেলার ছিল। এই উপজেলার ২টি নমুনার মধ্যে অপরটি নেগেটিভ হয়েছে। অপরদিকে জেলার গোমস্তাপুর উপজেলার ৩৬টি নমুনার মধ্যে শনাক্ত হয়েছে ৮ জন।