করোনা প্রতিরোধে সোনামসজিদ স্থলবন্দরে এ বি এম আজাদের মতবিনিময়

মেহেদি হাসান

মেহেদী হাসান : করোনা ভাইরাস প্রতিরোধে সোনামসজিদ স্থলবন্দরে অংশীজনদের বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব এ বি এম আজাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সহযোগিতায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে পানামা পোর্ট এর সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব এ বি এম আজাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, শিবগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার সাকিব আল রাব্বি , সোনামসজিদ স্থল বন্দর কাস্টমস কর্মকর্তা মমিনুল ইসলাম, স্থল বন্দর কর্তৃপক্ষের আলিমুউজ্জামান বকুল , পানামা পানামা পোর্ট লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম, সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক রুহুল আমিন ,আমদানি-রপ্তানিকারক দুরুল হুদা, সোনামসজিদ ইমিগ্রেশনের ইনচার্জ জাফর ইকবাল, লেবার ইউনিয়নের এনামুল ইসলাম, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব এ বি এম আজাদের পিএস মো. আহমদুল্লাহ, পেট্রোলিয়াম কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক আশিক শাহরিয়ার প্রমূখ।

মতবিনিময় সভায় সচিব এ বি এম আজাদ করোনা প্রতিরোধে সোনামসজিদ স্থল বন্দর, ইমিগ্রেশন, পানামা পোর্ট লিংক কর্তৃপক্ষকে করোনা প্রতিরোধে সরকার কর্তৃক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান ও বন্দরে মালামাল আমদানি-রপ্তানি বিষয়ে সরকারের গৃহীত নির্দেশনা দেন।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।