করোনার ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতেই কঠোর লকডাউন : সচিব এ বি এম আজাদ

মেহেদি হাসান

সারাদেশে করোনার ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ কররেতই সরকার কঠোর লকডাউন ঘোষনা করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান ও করোনায় চাঁপাইনবাবগঞ্জের দায়িত্বপ্রাপ্ত সচিব এ বি এম আজাদ এনডিসি । তিনি আরো জানান, কঠোর লকডাউনের ফলে দেশের নিন্মআয়ের মানুষের উপরে কিছুটা চাপ পড়ে। সরকারের যে ত্রাণ কর্মসূচী আছে সেখানে এসব নিম্নআয়ের মানুষের জন্য ত্রাণ বা খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহৃত রয়েছে। সমাজে নানান শ্রেণীর মানুষ রয়েছে পরিবহন শ্রমিক, ভ্যানচালক আরো অন্যান্য তার মধ্যে তৃতীয় লিঙ্গের মানুষ হিজরা শ্রেণী যারা মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে খায়। তাদের বর্তমানে কর্মতৎপরতা না থাকায় সরকার অবহেলিত অংশকে সামনে এনে ত্রান সহায়তা করছে এজন্য তিনি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। শুত্রবার (০২ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে ১১০ জন তৃতীয় লিঙ্গের মানুষ হিজরা জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা  বলেন।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে আয়োজিত চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিব এ বি এম আজাদের সহধর্মিণী লাইলা আজাদ, জেলা প্রশাসকের সহধর্মিণী সেলিনা হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী সেখ, সচিব এ বি এম আজাদের পিএস মো. আহমদুল্লাহ, পেট্রোলিয়াম কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক আশিক শাহরিয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলামের সহধর্মিণী নাহিদা আকতার, সহকারী কমিশনার ও এনডিসি রবিন মিয়া, সহকারী কমিশনার চন্দন কর, রওশনা জাহান লিজা প্রমুখ।





কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।