চাঁপাইনবাবগঞ্জে কঠোর অবস্থানের মধ্য দিয়ে লকডাউনের প্রথম দিন অতিবাহিত

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব পলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের কঠোর অবস্থানের মধ্য দিয়ে কঠোর বিধিনিষেধের প্রথম দিন অতিবাহিত হয়েছে।  বৃৃহস্পতিবার বিধিনিষেধের প্রথম দিনে সেনা সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়। শহরের মোড়গুলোসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে পুলিশ। গণপরিবহন বন্ধ থাকলেও পণ্যবাহী যানবাহন সীমিত আকারে চলাচল করতে দেখা গেছে। জেলাশহরে দুয়েকটি মোটরসাইকেল, বাইসাইকেল ও রিকশা চলাচল করতে দেখা গেছে। তবে খাবার দোকান ছাড়া বন্ধ রয়েছে সকল দোকানপাট। তবে রাস্তাগুলো প্রায় ফাঁকা দেখা যায়। প্রথম দিন চিরচেনা শহর, রাস্তাঘাট অচেনায় পরিণত হয়।

এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবং জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানাতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলায় ২১টি মোবাইল কোর্ট কাজ করছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী সেখ। তিনি বলেন, মোবাইল কোর্টের পাশাপাশি জনসাধারণের মধ্যে সচেতনতামূলক প্রচারণাও চালানো হচ্ছে।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।