জুন মাসে চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার ছিল ৩১.২৭ শতাংশ

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে গত জুন মাসে করোনা শনাক্তের গড় হার ছিল ৩১.২৭ শতাংশ। তবে প্রথম সপ্তাহে গড় হার ছিল অনেক বেশি, ৫৬.৯২ শতাংশ। ২৮ জুন পর্যন্ত চার সপ্তাহে জেলার ৩ হাজার ৭৪২ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ১৭০ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

এর মধ্যে প্রথম সপ্তাহে ১ হাজার ১৩৩ জনের নমুনা পরীক্ষায় ৬৪৫ জন শনাক্ত হন। শনাক্তের হার ছিল ৫৬.৯২ শতাংশ। দ্বিতীয় সপ্তাহে ৮৫৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হন ১৯০ জন। শনাক্তের হার ২২.২৪ শতাংশ। তৃতীয় সপ্তাহে ৭৯৯ জনের নমুনা পরীক্ষায় ২৩০ জন শনাক্ত হন। শনাক্তের হার ছিল ২৮.৭৮ শতাংশ। চতুর্থ সপ্তাহ ৬৪১ জনের নমুনা পরীক্ষা করে ১০৫ জন শনাক্ত হন। শনাক্তের হার ছিল ১৬.৩৮ শতাংশ। এই নমুনাগুলো রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি ল্যাবে আরটি-পিসিআর পরীক্ষা করা হয়।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।