মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে ২০২০-২০২১বছরে ২জন সরকারী কর্মকর্তা ও ২জন কর্মচারীকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে তাদের পুরস্কার প্রদান করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ।
পুরস্কারপ্রাপ্ত ৪জন কর্মকর্তা- কর্মচারী হলেন- মাঠ পর্যায়ের জেলা কার্যালয়ের গ্রেড -৪ হতে ১০ ভুক্ত একজন শ্রেষ্ঠ কর্মকর্তা হলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাও, মাঠ পর্যায়ের উপজেলা কার্যালয় সমূহের প্রধানদের মধ্যে একজন শ্রেষ্ঠ কর্মকর্তা শিবগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার মোঃ সাকিব আল রাব্বি, জেলা কার্যালয়ের গ্রেড ১১ হতে ২০ গ্রেড ভুক্ত একজন শ্রেষ্ঠ কর্মচারী জেলা প্রশাসক কার্যালয়ের সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর মোঃ জাহিদ সারওয়ার , মাঠ পর্যায়ের উপজেলা কার্যালয়ের গ্রেড ১১ হতে গ্রেড২০ ভুক্ত একজন শ্রেষ্ঠ কর্মচারী মোঃ জুয়েল আলী প্রধান সহকারী কাম হিসাব রক্ষক উপজেলা ভূমি অফিস গোমস্তাপুর কে প্রদান করা হয়।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম তাজকির উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী শেখসহ জেলা প্রশাসনের সহকারি কমিশনারগণ উপস্থিত ছিলেন।