মেহেদি হাসান
আমকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ জেলার অর্থনীতি পরিচালিত হয়। এই জেলার বহু মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আম চাষ এবং বিপণনের সঙ্গে জড়িত থেকে জীবিকা নির্ব্হা করে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩৫০ হতে ৮৫০ প্রজাতির আমের জাত রয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে উল্লেখ পাওয়া যায়। কিন্তু প্রকৃতপক্ষে ৪ থেকে ৫ টি আমের জাত ছাড়া বাকি জাতগুলো সেভাবে সম্প্রসারিত হয়নি। ইতোমধ্যে জিআই পণ্য হিসেবে চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম জিআই সনদ পেয়েছে। এর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন আম নিয়ে নানাবিধ কর্মকান্ড পরিচালনা করে আসছে। এই সমস্ত কর্মকান্ডকে একত্রিত করে এবং চাঁপাইনবাবগঞ্জসহ দেশের মধ্যে প্রচলিত আমের ১০০ টি জাত নিয়ে 'আমের ১০০ জাত' নামক বইটি প্রকাশিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শিবগঞ্জ পৌরসভা এলজিএসপি-৩ প্রকল্প হতে ২০২০-২০২১ অর্থবছরে অর্থায়ন করেছে। ইতোমধ্যে জিআই পণ্য হিসেবে চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম জিআই সনদ পেয়েছে। ১০০ টি আমের জাত সম্পর্কে বইটিতে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। প্রত্যেকটি আমের জাত নিয়ে বইটির আলাদা পৃষ্ঠায় গাছের ছবি, আমের বিভিন্ন অংশের ছবি, ফলের তথ্য (আকৃতি, ওজন, দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব, টিএসএস, শাঁসের রং, শাঁসের বুনট, খাদ্যোপযোগী অংশ ইত্যাদি), বীজের তথ্য (ওজন, দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব ইত্যাদি), খোসা, সংগ্রহ ও সংরক্ষণকাল, ফল ধারণ ও উৎপাদনশীলতা, ব্যবহার, চাষযোগ্য এলাকা, ফলন ইত্যাদি প্রায় ৩০ থেকে ৩৫ টি তথ্য প্রকাশ পেয়েছে।
গোপালভোগ, খিরসাপাত, ল্যাংড়া, ফজলি, সুরমাই ফজলি, আশ্বিনা ইত্যাদি প্রচলিত জাত ছাড়াও দেওভোগ, গোলা, মালদহ গুটি, মিশ্রি দাগি, শ্যামলতা, মিশ্রিকান্ত ইত্যাদি অপ্রচলিত জাতের আমের বিস্তারিত তথ্য বইটিতে স্থান পেয়েছে।
এ ছাড়াও তৃণমূল বার্তা নামে ইউনিয়ন পরিষদ নিয়ে এশটি বই প্রকাশিত হয়েছে। স্থানীয় সরকারের সর্বনিম্ন প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদসমূহকে নিয়ে 'তৃণমূল বার্তা' নামক একটি তথ্য কণিকা করেছে জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা। ৪৫ টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কমকাণ্ড পরিচালনা, পরিকল্পনা প্রণয়ন, বার্ষিক অগ্রগতি, আর্থিক সঙ্গতি বৃদ্ধি, বিভিন্ন ক্ষেত্রে কর্মদক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজন সঠিক তথ্য ও উপাত্ত। এই তথ্য ও উপাত্তগুলো একত্রিত করে এর আগে কোন সংকলন প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করা হয়নি। জানা যায়, দেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জই প্রথম জেলা যারা ইউনিয়নের তথ্য সংগ্রহ করে বই প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে। সে হিসেবে 'তৃণমূল বার্তা' একটি অনন্য প্রকাশনা।
অন্যদিকে ডিস্ট্রিক্ট এ্যাডমিনিস্টেশন সফটওয়্যার নামে একটি সফটওয়ার তৈরি করা হয়েছে। শিরোনা করা হয়েছে মোবাইল ফোনের এ্যাপস ও অনলাইন সফটওয়ার এর মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে গ্রাম পুলিশের মাধ্যমে জন্ম-মৃত্যু নিবন্ধন, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ, মাদক নিরসন, জঙ্গিবাদ প্রতিরোধ, পরিবেশ দূষণরোধ ইত্যাদি কার্যক্রম মনিটরিং ও নিশ্চিতকরণ।এই বইটি প্রকাশের উদ্দেশ্য হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার ইউনিয়ন পর্যায়ের সকল ওয়ার্ড হতে নারী ও শিশূ নির্যাতন বন্ধ,বাল্যবিবাহ নিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জঙ্গিবাদ বন্ধে সহজ উপায়ে, দ্রæত তথ্য সংগ্রহের মাধ্যমে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ এবং জেলাকে শতভাগ জন্মমৃত্যু নিবন্ধন ও পরিবেশ দুষণমুক্ত রাখার নিমিত্তে গ্রাম পুলিশগণের কর্তব্য ও দায়িত্ব পালন নিশ্চিত করা।
এসবের উদ্যোক্তা স্থানীয় সরকারের উপ-পরিচালক এ, কে, এম, তাজকির-উজ-জামান শনিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এইসব তথ্য তুলে ধরেন।