চাঁপাইনবাবগঞ্জে ৭৪ টি নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা পজিটিভ

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। আজ বুধবার( ১০ জুন ) আরো ৭৪ টি নমুনা পরীক্ষা করে ২৯ জন শনাক্ত হয়েছে। গত  ৭,৮ ও ৯  জুন নমুনাগুলো সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল।

রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুল নাহার ও ডা, কে এইচ ফয়সাল আলম স্বাক্ষরিত পত্রটি ই-মেইল যোগে পাওয়া গেছে। আক্রান্তরা শিবগঞ্জ , চাঁপাইনবাবগঞ্জ সদর ও গোমস্তাপুর উপজেলার। আক্রান্তদের মধ্যে গোমস্তাপুর উপজেলার বেশি।

উল্লেখ্য, করোনার সংক্রমণ রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত, ফ্ৰি মাস্ক বিতরণ ও ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।