চাঁপাইনবাবগঞ্জে বিশেষ লকডাউন শেষে মার্কেট খোলা হলেও ক্রেতা কম

মেহেদি হাসান

করোনার সংক্রমণ ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে ২ সপ্তাহব্যাপী বিশেষ লকডাউন  শেষে মার্কেট সকাল ৯ টা  থেকে বিকেল ৫টা পর্যন্ত  স্বাস্থ্যবিধি মেনে খোলার অনুমতি দিলেও প্রথম দিন মঙ্গলবার (৮ জুন ) মার্কেটে মানুষের আনাগোনা খুব খম দেখা গেছে।  অতি প্রয়োজন ছাড়া মানুষ  তেমন মার্কেট করতে বা ঘুরতে দেখা যায়নি। সকাল থেকে শহরের নিউ মার্কেট, ক্লাব সুপার মার্কেট ও শহীদ সাটু হল মার্কেটে সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে মার্কেটে সব  দোকান ঘর খোলা থাকলেও ক্রেতা তেমন নাই। 

মার্কেট গুলোর কয়েকজন দোকানীদের সাথে কথা বলে জানা গেছে করোনা পরিস্থিতির অবস্থা এখনো পুরোপুরি ভাল না হওয়ায় একান্ত জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছেনা। প্রথম দিনে বেচাবিক্রি তেমন হয়নি। তবে শহরের পুরাতন বাজারের পাইকারি দোকানগুলোতে কিছুটা  ক্রেতা দেখা গেছে। এছাড়াও শহরের বিভিন্ন মোড়ে মোড়ে মানুষের আনাগোনা কম দেখা গেলেও রিকসা ও  হোণ্ডায়  একজন যাত্রী নেওয়ার কথা থাকলেও দুইজন যাত্রী পরিবহন করতে দেখা গেছে।   জেলার বিভিন্ন মোড়ে মোড়ে ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ও পুলিশের টিমকে কাজ করতে দেখা গেছে।  


কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।