মেহেদি হাসান
ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল,” এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবা সপ্তাহ ২০২১ পালিত হয়েছে।
রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি সেবা সপ্তাহের ২০২১ উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর (অতিরিক্ত সচিব)।
জুম মিটিং এর মাধ্যমে মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, ৫ উপজেলার এসি ল্যান্ড ,আরডিসি আশরাফুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাও জানান, আগামী ৩০ জুন থেকে ম্যানুয়াল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর নেওয়া বন্ধ হবে।
এখন থেকে প্রতি বছর অনলাইনে নেওয়া হবে জমির খাজনা। তাই সকল শ্রেণির ভূমি মালিকদের রেজিস্ট্রেশনের আওতায় আসার আহ্বান জানান । তিনি আরো জানান এখন থেকে অনলাইনের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল কার্যক্রম সম্পাদিত হবে। এতে একদিকে মানুষের ভোগান্তি কমবে। মানুষ ঘরে বসে থেকেই তাদের জমিজমার সকল কাজ করবে।
ভূমির উন্নত ও দক্ষ ব্যবস্থাপনা এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করণের মাধ্যমে জনগণকে ভূমি বিষয়ক সকল সেবা প্রদান করাই আমাদের মূল লক্ষ্য। ভূমি সংক্রান্ত সকল প্রকারের সেবা প্রদানে জেলা প্রশাসন সচেষ্ট ভূমিকা গ্রহণ করবেন।
ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রত্যেক উপজেলা ভূমি অফিসে সাজসজ্জা ও করা হয়েছে।