সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে আরো ১জনের মৃত্যু- জেলায় মোট মৃত্যু ৫০

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এনিয়ে এ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনার  বিস্তার শুরু থেকে এ পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে।

মুঠোফোনে যোগাযোগ করা হলে করোনা ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. আহনাফ শাহরিয়ার গতকাল শুক্রবার সন্ধ্যায় জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শেহালা কলোনির ৩০ বছর বয়সী এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে গত ২৪ মে করোনা ওয়ার্ডে ভর্তি হন। তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। ফলাফল এখনো পাওয়া যায়নি। ওই ব্যক্তি আজ (গতকাল) শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিটে মৃত্যুবরণ করেন। নমুনা পরীক্ষার ফলাফল পাবার পর জানা যাবে তিনি করোনা পজিটিভ ছিলেন কি না। 
এই চিকিৎসক আরো জানান, করোনা ওয়ার্ডে ভর্তি থাকা একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ৩০ জন রোগী ভর্তি রয়েছেন।
উল্লেখ্য, গত ৩ জুন জেলার সদর উপজেলার মহারাজপুর এলাকার এক নারী করোনা ওয়ার্ডে ভর্তির পর মারা যান।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।