মেহেদি হাসান
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জের আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শিবগঞ্জ উপজেলার ৪ জন ও নাচোল উপজেলার একজন পুরুষ রয়েছেন।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান জানান, গত ২৯ মে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চারজন। তাদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। তাদের বয়স ৫০ থেকে ৮০ বছরের মধ্যে। গত ৩১ মে সোমবার সন্ধ্যায় তিনি এই রিপোর্ট পেয়েছেন বলে জানান।
এদিকে সিভিল সার্জন অফিসের তথ্য মতে, এ নিয়ে জেলায় শুরু থেকে এ পর্যন্ত মৃত মানুষের সংখ্যা দাঁড়াল ৩৭ জনে। মারা যাওয়াদের মধ্যে সদর উপজেলার ২১ জন, শিবগঞ্জ উপজেলার ১২ জন এবং নাচোল ও ভোলাহাট উপজেলার ২ জন করে রয়েছেন।
সিভিল সার্জন অফিস সূত্র জানান, গত সোমবার পর্যন্ত চিকিৎসাধীন পজিটিভ রোগীর সংখ্যা ছিল ৬৮১ জন। এর মধ্যে সদর উপজেলার ৩৬৯ জন, শিবগঞ্জে ১২৫ জন, গোমস্তাপুরে ৯৩, নাচোলে ৭৬ জন ও ভোলাহাটে ১৮ জন রয়েছেন। এর মধ্যে কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ভর্তি রোগী হচ্ছে ২১ জন। অন্যরা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী মঙ্গলবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন।