মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ডের নামোরাজারামপুর মহানন্দা নদীতে রোববার সকাল থেকে ভাঙ্গন শুরু হলে হুমকিতে পড়ে স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন স্থাপনা। অবস্থা বেগতিক দেখে ৭নং ওয়ার্ড কাউন্সিলর এলাকার লোকজনসহ নিজ খরচে বালির ও ইটের বস্তাফেলে তা রোধ করে ।
পরে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ, মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান ভাঙ্গনস্থল পরিদর্শন করে উদ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে জরুরিভাবে জিও ব্যাগ ফেলার নির্দেশ দেন। পরের দিন সোমবার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসিও ভাঙ্গন স্থল পরিদর্শন করেন।
ভাঙ্গনস্থলে মঙ্গলবার দুপুরে গিয়ে দেখা যায় ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে সেখানে জিও ব্যাগ ফেলা শুরু করা হয়। জানা গেছে মহানন্দা নদীতে প্রচুর স্রোতের ফলে এ ভাঙ্গনের সৃষ্টি হয়েছে।