স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরুত্ব মেনে রাণীহাটি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

মেহেদি হাসান

স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরুত্ব  মেনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার  রানীহাটি ইউনিয়ন পরিষদের ২০২১ -২০২২ অর্থবছরের উন্মুক্ত বাজেট  ঘোষণা করা হয়েছে।  রোববার সকালে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করা হয়।

রানীহাটি ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান  আলহাজ্ব মোঃ মহসিনের সভাপতিত্বে বাজেট  ঘোষণা করেন ইউনিয়ন পরিষদ সচিব  রেজাউর রহমান রেজা। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য  দেন, কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিউজ্জামান। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সাপ্তাহিক সোনামসজিদ পত্রিকার সম্পাদক মোঃ জোনাব আলী। 

এবারের বাজেটে আয় ধরা হয়েছে ২  কোটি ২০ লাখ ৮ হাজার ৪৪৭ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২  কোটি ১১ লাখ ২৭ হাজার ৭৩৭ টাকা । উদ্বৃত্ত ধরা হয়েছে ৮লাখ ৮০ হাজার ৭১০টাকা। এতে রাজস্ব আয় ধরা হয়েছে ৩৭ লাখ ৭ হাজার ৫০০ টাকা ও উন্নয়ন খাতে ধরা হয়েছে ১  কোটি ৮৩ লাখ ৯৪৭ টাকা।

সচিব  রেজাউর রহমান রেজা জানান, করোনা ভাইরাসের কারণে এবারের বাজেটে স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও এ বছর নতুন  কোন কর আরোপ করা হয়নি ও কর বৃদ্ধি করা হয়নি।

বাজেট সভায়, ইউনিয়নের বিভিন্ন  শ্রেণীপেশার মানুষজনরা উপস্থিত ছিলেন । 


কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।