মেহেদি হাসান
স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন পরিষদের ২০২১ -২০২২ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।শনিবার সকালে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করা হয়।
গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসজাদুর রহমান মান্নুর সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদ সচিব মৃনাল কান্তি পাল শান্ত। বাজেট অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, গোবরাতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. তাসেম আলী।
এবারের বাজেটে আয় ধরা হয়েছে ২ কোটি ২ লাখ ৭২ হাজার ৯১৫ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২ লাখ ৩২ হাজার ৯১৫ টাকা । উদ্বৃত্ত ধরা হয়েছে ৪০ হাজার টাকা। এতে রাজস্ব আয় ধরা হয়েছে ১৩লাখ ২০ হাজার ১৫০ টাকা ও উন্নয়ন খাতে ধরা হয়েছে ১ কোটি ৮৯লাখ ৫২ হাজার ৭৫৬ টাকা।
সচিব মৃনাল কান্তি পাল শান্ত জানান, করোনা ভাইরাসের কারণে এবারের বাজেটে স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও এ বছর নতুন কোন কর আরোপ করা হয়নি ও কর বৃদ্ধি করা হয়নি।
বাজেট সভায় উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিনয় কুমার কর্মকারসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিরা।