চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ চরম আকার ধারণ করেছে। আজ মঙ্গলবার ২৫ মে আরো ২১২টি নমুনা পরীক্ষা করে ১৩১ জন শনাক্ত হয়েছে। গত ২২ ও ২৩ মে নমুনাগুলো সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল।
শনাক্তদের মধ্যে ১০২জনই চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা। এছাড়া নাচোলের ২০ জন ও গোমস্তাপুরের ৯ জন শনাক্ত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, করোনার সংক্রমণ রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষাণা করা হয়েছে।