মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন ঘোষিত ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে জেলা মালিক, শ্রমিক ঐক্য পরিষদ।
শুক্রবার ১৪ মে ঈদের দিন কেন্দ্র ঘোষিত সারাদেশব্যপী ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচী পালন করে জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
ঐক্য পরিষদের সভাপতি ও জেলা মিনিবাস মালিক গ্রুপ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ খালেকুজ্জামান শামিমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা ট্রাক,ট্যাংকলরী,ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আইয়ুব আলি। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ট্রাক, ট্যাংকলরী ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, জেলা মিনি বাস মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, সদস্য কায়সার মেনন ,মোঃ মামুন, ঢাকা কোচ টিকেট কাউন্টার মাস্টার কল্যাণ সমিতির উপদেষ্টা জুলমাত আলী, মিনিবাস মালিক গ্রুপের কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আলীসহ জেলার পরিবহন সংশ্লিষ্ট সাধারণ শ্রমিকবৃন্দ।
বক্তারা দূরপাল্লার বাস বন্ধ থাকায় শ্রমিকদের মানবেতর জীবনযাপনের বর্তমান অবস্থা তুলে ধরে স্বাস্থ্য বিধি মেনে দূরপাল্লার চলাচলের দাবী জানান। কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি পড়ে শোনান ট্রাক ট্যাংকলরী ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আইয়ুব আলি। দাবিগুলো হলো।(১)স্বাস্থ্য বিধি মেনে অর্ধেক আসনে যাত্রী নিয়ে চলাচলের অনুমতি (২)করোনাকালে বন্ধ থাকা সড়ক পরিবহনের কর্মহীন শ্রমিকদের আর্থিক সহায়তা ও খাদ্য সহায়তা প্রদান(৩)সারাদেশে বাস ও ট্রাক টার্মিনালে সরকারের ১০ টাকা কেজির ও এম এসের চাল দেওয়া(৪)কোভিড-১৯ কারনে গণপরিবহন খাতে বিনিয়োগকৃত অর্থের বিপরীতে সমস্ত ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানে ঝৃণের সুদ মওকুফ ও কিস্তি আগামী ৩১ শে ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখ। (৫) করোনাকালে বন্ধ থাকা যানবাহনের সব ধরনের ট্যাক্স,ফি,জরিমানা, আয়কর মওকুফ এবং সব যানবাহনের কাগজপত্রের হালনাগাদ করার সুযোগ আগামী ৩১ শে ডিসেম্বর পর্যন্ত দিতে হবে।