মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে করোনা পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দিনমজুর, রিক্সা চালক, পরিবহন শ্রমিক, ভিক্ষুক, তৃতীয় লিঙ্গ সহ কর্মহীন মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রান বিতরণ করা হয়। সোমবার বিকাল সাড়ে ৫ টায় শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসব ত্রান বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ কে এম তাজকির উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী শেখ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, এনডিসি রবিন মিয়া, সহকারী কমিশনার চন্দন কর, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ শিকদার, সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ, সমাজ সেবক নাজনাইন ফাতিমা জিনিয়াসহ অন্যান্যরা।
উল্লেখ্য সোমবার ১০ মে ৮০০জন গরীব অসহায় মানুষকে খাদ্য সহায়তা হিসাবে চাল, ডাল, আলু, পিয়াজ, সুয়াবিন তেল, চিনি , সেমাই ও লবন দেয়া হয়।