গোমস্তাপুরে খাস জমি দখলমুক্ত করলো জেলা প্রশাসন

মেহেদি হাসান

গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার প্রসাদপুরে ১ নং খাস খতিয়ানভুক্ত ৯ একর জমি দখলমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার এলাকাটি সরেজমিন পরিদর্শন করে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উঁরাও এ সিদ্ধান্তের কথা জানান। এ সময় তিনি রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলামের করা পৃথক দুটি আবেদনের প্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন করেন। তিনি উপজেলা ভূমি অফিসকে ওই জায়গা দখল নিয়ে লাল পতাকা টাঙিয়ে দেয়ারও নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির, উপজেলা যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম, পৌর সচিব, কাউন্সিলরসহ গণ্যমান্যরা।

উল্লেখ্য, ওই স্থানে রহনপুর পৌরসভার গরুর হাট বসানো নিয়ে দখলদারের সাথে পৌর কতৃর্পক্ষের সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে জেলা প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করে। এদিকে স্লূইচগেট এলাকা থেকে গরুর হাট সরিয়ে ওই জায়গায় হাটটি বসানোর জন্য জেলা প্রশাসক বরাবর চিঠি দেন পৌর মতিউর রহমান খান।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।