বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হকের মৃত্যুতে সাবেক জেলা প্রশাসক এ জেড এম নুরুল হকের শোক

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জের  খ্যাতনামা ব্যবসায়ী, বিশিষ্ট মানবহিতৈষী মোজাম্মেল হক আমাদের মাঝে আর নেই জেনে আমি মর্মাহত। মিতভাষী, সুশিক্ষিত, শিক্ষানুরাগী এই মানুষটির মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জের  সামাজিক ও ব্যবসায়িক ক্ষেত্রে একটি বড় ক্ষতি হয়ে গেল। তাঁর অভাব সহজে পূরণ হবার নয়।

মানবিক জেলাপ্রশাসন গড়ে তোলার প্রত্যয়ে ২০১৮ সালে চাঁপাইনবাবগঞ্জে জেলাপ্রশাসক হিসেবে দায়িত্বগ্রহণের শুরুতেই তার ইতিবাচক মনোভাবের পরিচয় পেয়েছিলাম। জেলাপ্রশাসনের সকল মানবিক কর্মসূচির সাথেই তিনি ছিলেন। ব্যক্তি উদ্যোগে তিনি যে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং শিক্ষার মান নিশ্চিত করার জন্য যে অর্থ-শ্রম-মেধা ব্যয় করেছেন তা মানবসেবার এক অনন্য উদাহরণ হতে থাকবে। 

জেলাপ্রশাসকের দায়িত্ব শেষ করে চাঁপাইনবাবগঞ্জ ত্যাগ করার সময়, চেষ্টা থাকা সত্বেও, তাঁর সাথে দেখা হয় নাই।এই কষ্টটা থেকে যাবে।

তাঁর বিদেহী আত্মা বেহেস্তের সর্বোচ্চ আসন লাভ করুক। তাঁর স্বজনেরা যেন শোক কাটিয়ে ওঠে তাঁর কল্যাণমূলক কাজগুলোকে এগিয়ে নেবার শক্তি পান। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হোন।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।