উন্নত দেশ গঠনে প্রাণিসম্পদের গুরুত্ব নিয়ে প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করছেন প্রাচ্য পলাশ

মেহেদি হাসান

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ হওয়ায় ক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রাণিসম্পদের সাফল্য অর্জন অগ্রগতি ও উন্নয়ন বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র 'সমৃদ্ধির সম্ভার' এর চিত্রধারণ ৩১ মার্চ রাতে শেষ হয়েছে। গত ২৯ ও ৩১ মার্চ দু'দিনব্যাপী জেলার পাঁচ উপজেলার ২০টি খামার দৃশ্যায়ন করা হচ্ছে এতে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমানের পরিকল্পনায় 'সমৃদ্ধির সম্ভার' এর গ্রন্থনা ও পরিচালনা করছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ।

তৃণমূল পর্যায় থেকে জাতীয় জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার মাধ্যমে পৃথিবীর বাসযোগ্য সক্ষমতা রক্ষা ও উন্নয়নে প্রাণিসম্পদের লালন-পালন, পরিচর্যা ও সম্প্রসারণের বিকল্প নেই। তাই প্রাণবৈচিত্র্য রক্ষা ও সম্প্রসারণে বাংলাদেশের প্রেক্ষিতে সরকারী-বেসরকারি এমনকি ব্যক্তিপর্যায় পর্যন্ত এ খাতাটি অগ্রাধিকার পাবার দাবি রাখে। অগ্রাধিকার ভিত্তিতে সারা দেশের মতো প্রাণিসম্পদের উন্নয়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে প্রাণিসম্পদ দপ্তর।

এভাবে পুরো জেলায় গড়ে উঠছে নতুন নতুন খামার এবং প্রাণিসম্পদ অফিসের সহায়তা খামারীরা লাভবানও হচ্ছেন। এমন উন্নয়নচিত্রই মূলতঃ তুলে ধরা হচ্ছে প্রাচ্য পলাশ পরিচালিত নির্মাণাধীন প্রামাণ্য চলচ্চিত্র 'সমৃদ্ধির সম্ভার' এ। প্রামাণ্য চলচ্চিত্র 'সমৃদ্ধির সম্ভার' এ চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রাণিসম্পদের ২০০৮ সালের চিত্র ও বর্তমান উন্নয়নচিত্রের তুলনা দেখানো হচ্ছে।

এতে জেলার সবগুলো উপজেলার পোলট্রি-ফিস ও ক্যাটল ফিড মিল, গরু, ছাগল, গাঁড়ল, ঘোড়া, দুম্বা, ভেড়া, হাঁস, দেশি মুরগী, সোনালি মুরগী, ব্রয়লার মুরগী, ঘাসের প্লট, কোয়েল পাখি প্রভৃতি দেখানো হচ্ছে বলে নির্মাতা জানান। নির্মাণাধীন প্রামাণ্য চলচ্চিত্র সমৃদ্ধির সম্ভার এর পোস্ট প্রোডাকশনের কাজ শেষে সরকারী ওয়েব মিডিয়া 'তথ্য বাতায়ন' ও ইউটিউব ভিত্তিক স্মার্ট চ্যানেল প্রাকৃত টিভিতে মুক্তি পাবে।

এছাড়া, প্রাণিসম্পদ দপ্তরের সবধরনের সভা-সেমিনার, ট্রেনিং, ওয়ার্কশপ, প্রদর্শনী ও মেলায় এটি প্রদশর্ন করা হবে।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।