মেহেদি হাসান
বাংলাদেশ পুলিশ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নত বিশ্বে আবস্থান নিয়েছে। তার নিদের্শে এই বিট পুলিশিং কার্যক্রম সারা দেশের গ্রামাঞ্চলে ছড়িয়ে দেয়া হয়েছে। পুলিশ কোন মানুষকে হয়রানি করলে বা ঘুষ চাইলে বা মাদকের ব্যাপারে কাউকে সহযোগিতা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গড়ে তুলা হবে। আইন যেমন সবার জন্য তেমনি পুলিশ সবার জন্য আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করছে। আর পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করতে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন।
তিনি আরো জানান, তিনি পুলিশকে সাধারণ মানুষকে নিয়ে কাজ করে সমাজ থেকে অন্যায় মাদক মুক্ত করতে বলেছেন। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা হওয়ায় এ অঞ্চলে মাদকের আনাগোনা বেশি তাই তিনি জেলার ৫ উপজেলা ও পৌরসভা গুলোতে আগামী মাস থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স হয়ে শুদ্ধি অভিযান পরিচালনা করার নির্দেশ দেন। সস্তানদের প্রতি দায়িত্বশীল ভ’মিকা পালন করতে তিনি অভিভাবকদের নির্দেশ প্রদান করেন।
বুধবার নবাবগঞ্জ টাউন ক্লাবে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ও পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিবের সভাপতিত্বে বিট পুলিশিং সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহবুব আলম খাঁনসহ অন্যান্যরা।