নগর উন্নয়ন সেক্টরে শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে আন্তার্জাতিক নারী দিবস উপলক্ষে নগর উন্নয়ন সেক্টরে শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী নির্বাচিত হয়েছেন মুনিরা বেগম। সম্প্রতি তিনি ঢাকায় আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের কাছ থেকে পদক গ্রহণ করেন।

ইউজিপ-৩ (UGIIP-III) এর উদ্যোগে মুনিরা বেগমকে নগর উন্নয়ন সেক্টরে শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী হিসেবে পুরস্কৃত করা হয়। এ অর্জনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় মুনিরা বেগমকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও  সংসদ সদস্য মো. হারুনুর রশীদ হারুন।

২৪ মার্চ বুধবার সকালে পৌরসভার কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন, পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম।

এ সময় কাউন্সিলর ও প্যানেল মেয়র সাইদুর রহমান, নুরুল ইসলাম মিনহাজ, কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, কাউন্সিলর মাসিদুল হক নিখিল, কাউন্সিলর আবদুল বারেক, মো. ইব্রাহিম আলী, মতিউর রহমান, মমরেজুল আখতার, আহসান হাবিব, জাহাঙ্গীর, নির্বাহী প্রকৌশলী (অবসরপ্রাপ্ত) মোঃ সাদিকুল ইসলাম, সচিব মামুন-অর-রশিদ একাউন্টস অফিসার আহসান হাবীবসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে মোসা. মুনিরা বেগমকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। সংবর্ধনা প্রদান করায় মেয়রসহ পৌরসভার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুনিরা বেগম।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।