মেহেদি হাসান
করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে ডাক্তার গোলাম রাব্বানীর সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে যাচ্ছেন। শনিবার (২০ মার্চ ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের দুইটি ক্লিনিকে আগত সকল রোগীদের উদ্দেশ্যে করোনা প্রতিরোধে তিনি সচেতন মূলক পরামর্শ প্রদান করেন।
পরামর্শমূলক বক্তব্য ডাক্তার গোলাম রব্বানী বলেন, প্রশাসন, চাকুরীজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, বুদ্ধিজীবী সহ সাধারণ জনগণ সবার প্রতি আকুল আবেদন 'করোনা' প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে এখনই কঠোরভাবে সতর্ক অবস্থানে যায়। অন্যথায় বিপর্যয় আসতে খুব দেরি নাই।
সম্প্রতি দেশে আবারও করুণার প্রভাব বাড়ছে তাই আমরা নিজ নিজ অবস্থান থেকে করোনা প্রতিরোধের সতর্ক হই নিজের সচেতনতাই পারে করোনা প্রতিরোধ করতে।
উল্লেখ্য এর আগেও ডাক্তার গোলাম রাব্বানী করোনা প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন লিফলেট, হ্যান্ড স্যানিটাইজার,মাস্ক ও চিকিৎসা প্রদান করেছেন।