মেহেদি হাসান
ঘড়ির কাঁটা তখন রাত সাড়ে ৯টার ঘরে। হঠাৎ বিকট শব্দ। রাতের অন্ধকার ছাপিয়ে লাল, নীল, সবুজ আলোর ঝলকানি। সেই আলোতে বর্ণিল পুরো আকাশ। আঁধার দূর করে দেয়া বর্ণিল আলোয় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন স্মরণ করল, মুক্তির মহানায়ক, বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
দিনব্যাপী নানা আয়োজনের পর চাঁপাইনবাবগঞ্জ অফিসার্স ক্লাব মাঠে ভিন্নধর্মী এ আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১০১ বার আতশবাজি ফুটানো হয়। আতশবাজি চলতে চলতে এরই মধ্যে চারিদিকে উড়ানো হয় ১০১টি ফানুস। আতশবাজি ও ফানুস উড়ানো দেখতে নবাবগঞ্জ স্টেডিয়ামে চলতে থাকা তাত ও বস্ত্র মেলায় থাকা হাজারো দর্শনার্থী ও শিশু আনন্দে মেতে উঠে।
বুধবার (১৭ মার্চ) রাতের এই চিত্র চাঁপাইনবাবগঞ্জ শহরের চারিদিকে ছড়িয়ে পড়ে। আর এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব, জেলা প্রশাসক পত্নী সেলিনা হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ জামান (উপ-সচিব) , অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাও, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন।