চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে শ্রমিক ইউনিয়নের ভোট

মেহেদি হাসান

উৎসব মুখর পরিবেশে জেলা ট্রাক,ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন২০২১ এর ভোট গ্রহণ চলছে। জেলা আইনজীবী সমিতি ভবনে সকাল ৮-৩০ মিঃ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতি হীন ভাবে ভোট গ্রহণ চলবে।
ভোটগ্রহণ উপলক্ষে কোর্ট চত্বর এলাকায় স্লোগানে স্লোগানে মুখরিত নিজেদের প্রার্থীকে বিজয়ী করতে। কে হচ্ছেন সভাপতি সাধারণ সম্পাদক এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। 

নির্বাচন পরিচালনা বোর্ড সূত্রে জানা গেছে, এবার সভাপতি পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন সাবেক সভাপতি মো. আইয়ুব আলী প্রতীক চেয়ার) মো. শহিদুল ইসলাম (গমের শীষ) ও বর্তমান সভাপতি মো. সাইদুর রহমান (মোটর সাইকেল)।
অপর দিকে সাধারণ সম্পাদক পদে এবার ৬জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন মো. আজগার আলী (বাই সাইকেল), বতর্মান সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম (গামছা), মো. আব্দুল খালেক (ষ্টীয়ারিং হুইল), মো. জাহাঙ্গীর আলম (এক খোকা আংগুর), মো. বাবুল হোসেন (ডাব) ও মো. সাহাবুল হক (ট্রাক্টর))।
এবার একটি সিনিয়র সহ-সভাপতি পদের বিপরিতে ৪জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, মো. কুরবান আলী (বেলচা), মো. গোলাম আজম (হরিণ), মো. নাইরুল ইসলাম (শাপলা ফুল) ও মো. সাদেকুল ইসলাম (প্রজাপতি)।
একটি সহসভাপতি পদের জন্যও ৪জন ভোট যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে গরুর গাড়ী প্রতীক নিয়ে লড়ছেন মো. আনারুল ইসলাম, চশমা নিয়ে লড়ছেন মো. আমিনুল ইসলাম, বটগাছ নিয়ে ভোট যুদ্ধ করছেন মো. নওশাদ আলী।
একটি যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়ছেন ৪জন। তারা হলেন- মো. আব্দুল কাদের রাজন (হাত পাখা), মো. ওসমান আলী বাবলু (ট্রাক), মো. গোলাম নবী (হাতি) ও মো. মিজানুর রহমান (হারিকেন)।
অন্যদিকে একটি সহসম্পাদক পদের বিপরিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাত্র ২জন। তারা হলেন- মো. আবুল কালাম (টায়ার) ও মো. হুমায়ুন কবির (মই)।

কোষাধ্যক্ষ পদে দোয়াত-কলম প্রতীকে লড়ছেন মো. তৈমুর হোসেন ও চাকা প্রতীক নিয়ে লড়ছেন মো. মশিউর রহমান।

সাংগঠনিকসম্পাদক পদ রয়েছে একটি। এর বিপরিতে ভোটের মাঠে রয়েছেন ৬জন। তারা হলেন-মো. আব্দুল্লাহ শেখ তসলিম (মোটরগাড়ী), মো. আমিরুল ইসলাম (টিউবওয়েল), মো. কাজেম আলী (আম), মো. জেনারুল ইসলাম (কাভার্ডভ্যান), মো. মিলন রাজ (আনারস), মো. শামিউল ইসলাম (মোরগ)।
এদিকে একটি দপ্তর সম্পাদক পদের বিপরিতে লড়ছেন ২জন। তারা হলেন, মো. তাজুল ইসলাম তাজু (ঘোড়া) ও মো. শামিউল আলম রাজু (কাপ-পিরিচ)। প্রচার সম্পাদক পদেও ২জন রয়েছেন। তারা হলেন মো. নাসির উদ্দীন (এ্যাম্বুলেস) ও মো. মমিন আলী (গাভী)।

৪টি সড়ক সম্পাদক পদের বিপরিতে ভোটযুদ্ধ চালিয়ে যাচ্ছেন ১২ জন। তারা হলেন- মো. আকরাম হোসেন সেলিম (কুঁড়েঘর), মো. আব্দুল মতিন (ট্যাংকলরী), মো. আব্দুস সালাম টুটুল (কুড়াল), মো. কামাল শেখ (হুইল রেঞ্জ), মো. জাহাঙ্গীর আলম (টেলিভিশন), মো. তোসিকুল ইসলাম (হাঁস), মো. নুরুজ্জামান মুন্সি (হাতুড়ি), মো. মাঝারুল ইসলাম (ব্যাটবল), মো. মোস্তফা (রিকশা), মো. রুবেল (চাঁদ তারা), মো. শাহালাল (কলস) ও মো.সাজারুল ইসলাম কালু (উড়জাহাজ)।

৪টি কার্যরিনর্বাহী সদস্য পদের বিপরিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২জন। তারা হলেন, মো. আফসার আলী, মো. আব্দুল করিম, মো. আশরাফুল হক, মো. এমদাদুল হক (খোকন), মো. তৌহিদুল ইসলাম, মো. রবিউল ইসলাম, মো. লোকমান আলী, মো. শফিকুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, মো. স্বপন আলী, মো. হাবিবুর রহমান ও মো. হারুন আর রশিদ।

এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিকসম্পাদক পদে মো, রশিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায়য় নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, এবার ভোটার রয়েছে ৪ হাজার ৩৮০ জন।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।