News Desk
নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মুজিব শতবর্ষ উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এই আড্ডার উদ্বোধন করেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন মতি।
স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক সংগঠন “ছড়িয়ে দাও সীমাহীন আলো” সংগঠনের উদ্যোগে ও পূনর্ভবা মুক্ত স্কাউটের সহযোগিতায় আয়োজিত এই আড্ডায় তথ্য-উপাত্ত বিশ্লেষন করেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র সাব এডিটর জাঙ্গাগীর সুর।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমীর সুপারভাইজার আসমা খাতুন, পূণর্ভবা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি প্রভাষক ড. আতিকুর রহমান ও সম্পাদক ইয়াহিয়া খান রুবেল, প্রসাদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন, শিক্ষার্থী ফারহান ইবনে রফিক, হুমায়রা বুশরা, রুবাইয়া রায়হান, অহেদুজ্জামান অহেদ প্রমূখ।
আলোচনা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র সাব এডিটর ও বিজ্ঞান লেখক জাঙ্গাগীর সুর। পরে রহনপুর পূনর্ভবা মুক্ত স্কাউটের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।