মেহেদি হাসান
ডেস্ক নিউজ : চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যতম সুপ্রাচীন বিদ্যাপীঠ আদিনা সরকারি ফজলুল হক কলেজের নির্মাণাধীন ছয়তলা একাডেমীক ভবনের কাজ ও প্রস্তাবিত ছাত্র-ছাত্রী হোস্টেলের ভবনের জায়গা পরিদর্শন করেছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রাজশাহী জোনের নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম।
শনিবার দুপুরে তিনি এসব নির্মাণাধীন ছয়তলা একাডেমীক ভবনের কাজ ও প্রস্তাবিত ছাত্র-ছাত্রী হোস্টেলের ভবনের জায়গাগুলো দেখেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, আদিনা সরকারি ফজলুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর অলিউর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ এর সহকারী প্রকৌশলী জি এম এম সাইফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী সদর মোঃ মাহবুবুর রহমান, শিক্ষগঞ্জ মোঃ তৌহিদুজ্জামান, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মোহাম্মদ নাজমুল কবির মুক্তাসহ আদিনা কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ।