চাঁপাইনবাবগঞ্জে আদালতের নিদের্শে বিপুল পরিমান বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বুধবার(২৭’জানুয়ারী) সন্ধ্যায় আদালত এলাকায় রোড রোলারে পিষে ও আগুনে পুড়িয়ে মাদকগুলো ধ্বংস করা হয়।
কোর্ট পুলিশ পরিদর্শক মো.শহীদুল্লাহ জানান, ধ্বংসকৃত মাদক সমূহের মধ্যে রয়েছে ৫ হাজার ৭৫০পিস ইয়াবা,২ হাজার ৯৬৭ বোতল ফেনসিডিল, ৭৩ কেজি ৯৪৩ গ্রাম ও ১ হাজার ৫৫৩ পুরিয়া গাঁজা,১৩৬ বোতল চোলাই মদ ও ২ লক্ষ ৫২ হাজার ৭২৫ পিস ভারতীয় বিড়ি।
পরিদর্শক শহীদুল্লাহ আরও জানান,জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের জব্দকৃত এবং কোর্ট পুলিশের মালখানায় হেফাজতে থাকা বিভিন্ন বিচারাধীন,তদন্তাধীন ও নিষ্পত্তিকৃত মামলার আলামত এসব মাদকদ্রব্য নমূণা রেখে ধ্বংস করা হয়। ধ্বংস কার্যক্রম তদারক করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট মো.হুমায়ন কবীর ও জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাইনুল ইসলাম।