গোমস্তাপুরে পাকা ঘর পেলেন মুক্তিযোদ্ধা নসিমুদ্দীন নসু

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জের   গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বাগমারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নসিমুদ্দীন নসুকে (৭০)  নবনির্মিত পাকা ঘর প্রদান করা হয়েছে।  শুক্রবার জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ তাকে নতুন ঘরে তুলে দেন।  শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ভার্চৃয়ালি অনুষ্ঠানে জমির ধলিল দস্তান্তর করবেন। এছাড়াও মুকিযোদ্ধার তিন সন্তানকেও নতুন পাকা ঘর তৈরি করে দেয়া হবে বলে জেলা প্রশাসক জানান।

উল্লেখ্য, সম্প্রতি অসুস্থ এই মুক্তিযোদ্ধার চিকিৎসাহ সার্বিক দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই গত ১৪ ডিসেম্বর এই মুক্তিযোদ্ধার বাড়িতে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর পক্ষে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রসাশক মো. মঞ্জুরুল হাফিজ নগদ ১ লক্ষ টাকা, তার স্ত্রীর জন্য শাড়ি ও তার জন্য লুঙ্গি, ফলমূল ও মিষ্টি তার হাতে তুলে দেন। এ-সময় জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তার শারীরিক পরীক্ষা করে কিছু ওষুধ পত্র দেয়া হয়। জেলা প্রশাসক তার থাকার জন্য দ্রুত একটি বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ ছাড়া তাকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটে অর্ন্তভূক্ত করার আশ্বাস প্রদান করেন তিনি। 




কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।