চাঁপাইনবাবগঞ্জে ‘নারী উন্নয়নে বঙ্গবন্ধুর ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে  ‘নারী উন্নয়নে বঙ্গবন্ধুর ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  চাঁপাইনবাবগঞ্জ লেডিস ক্লাব এই সেমিনারের আয়োজন করে। রোববার  বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার। 

লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক পত্নী  সেলিনা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের প্রফেসর ড. মোবাররা সিদ্দিকা। স্বাগত বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. তাজকির-উজ-জামানের সহধর্মিণী দিলরুবা আক্তার। সেমিনারে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে আরো উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আখতার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনিরা রহমানসহ লেডিস ক্লাবের সদস্যবৃন্দ।  


কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।