বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি গঠন

মেহেদি হাসান

 বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা’র প্রতিনিধি সম্মেলন’২০ অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব ভবনে ‘প্রতিনিধি সম্মেলন’ জেলা পূজা উদ্্যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী স্বপন কুমার সাহা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্রী মিলন কান্তি দত্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদ্্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জে, এল, ভৌমিক, সহ-সভাপতি  বাগমারা উপজেলা চেয়ারমান অনিল সরকার, বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক অঙ্কুরজিৎ সাহা নব, সাংগঠনিক সম্পাদক শুভাশীষ বিশ^াস সাধন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাগর হালদার, দপ্তর সম্পাদক বিপ্লব দে, কেন্দ্রীয় কমিটির সদস্য কমল ত্রিদেবী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূজা উদ্্যাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রণব কুমার পাল, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পূজা উদ্্যাপন পরিষদের সভাপতি অধ্যাপক কনক রঞ্জন দাস, জেলা পূজা উদ্্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক কুণাল মুখার্জী, আইন বিষয়ক সম্পাদক ডাবলু কুমার ঘোষ, শিবগঞ্জ পূজা উদ্্যাপন পরিষদের সভাপতি প্রদীপ বড়গড়িয়া, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, গোমস্তাপুর পূজা উদ্্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ডলার সাহা, নাচোল পূজা উদ্্যাপন পরিষদের মহিলা বিষয়ক সম্পাদিকা রঞ্জনা বর্মণ, সদর উপজেলা পূজা উদ্্যাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার ঘোষ, বারঘরিয়া বাইস পুতুল পূজা কমিটির সাধারণ সম্পাদক  মৃণাল কান্তি পাল প্রমুখ। 

শুরুতে পবিত্র গীতা পাঠ করেন পবিত্র গীতা পাঠ করেন নিত্যানন্দ দাস। পরে জেলা পূজা উদ্্যাপন পরিষদের প্রয়াত নেতাদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়।

সম্মেলন শেষে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী মিলন কান্তি দত্ত ‘প্রতিনিধি সম্মেলনে’ উপস্থিত সদস্যদের সম্মতি নিয়ে ডাবলু কুমার ঘোষকে আহবায়ক এবং শ্রী ধনঞ্জয় চ্যাটার্জীকে সদস্য-সচিব করে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার একটি আহবায়ক কমিটি ঘোষণা করেন। এই আহবায়ক কমিটি আগামী ৭ দিনের মধ্যে বাকী সদস্যদের নামের তালিকা কেন্দ্রে প্রেরণ করবে। এছাড়া এই আহবায়ক কমিটি ৩১ জানুয়ারী’২১ মধ্যে জেলার উপজেলা ও পৌর কমিটিগুলো নতুন করে গঠন শেষে কেন্দ্রে পাঠাবে এবং আগামী ফেব্রুয়ারী মাসের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা’র সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত দেয়া হয়।

পুরো সম্মেলন স লনা করেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক আনন্দ শংকর রায় চৌধুরী।


কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।