রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামানের জামিন

মেহেদি হাসান

রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামানকে জামিন দিয়েছে বিজ্ঞ আদালত।

সোমবার দুপুরে তাকে জামিন দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতের বিচারক আদিব আলী। সিইও নুরুজ্জামানের পক্ষের আইনজীবী এ্যাড. আব্দুস সামাদ বিচারক আদিব আলীর আদালতে নুরুজ্জামানের জামিন আবেদন জানালে বিজ্ঞ বিচারক তার জামিন মঞ্জুর করেন।

সরকার পক্ষের আইনজীবী পিপি নাজমুল আজম জামিনের বিরোধীতা করে যুক্তি তুলে ধরেন। তবে এই মামলার অপর আসামী ওয়াহিদুজ্জামান লাজুককে জামিন দেয়নি আদালত।

প্রসঙ্গত, সরকারি গাড়িতে ফেনসিডিল বহনের অভিযোগে রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) নুরুজ্জামান ও তার সহযোগী লাজুককে ১৮ ডিসেম্বর (শুক্রবার) রাতে মহানন্দা ব্রিজের টোলঘর এলাকা হতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের পর শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে তাকে এবং তার সহযোগি ওয়াহিদুজ্জামান লাজুককে চাঁপাইনবাবগঞ্জ আমলি আদালতে হাজির করা হয় এবং আদালতের বিচারক আবু কাহার তাদের দু’জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

 

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।