চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদনে গৃহীত প্রকল্পের অবহিতকরণ সভা

মেহেদি হাসান

সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্পের আওতায় নিরাপদ আম উৎপাদন বিষয়ক উপ-প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই সভার আয়োজন করে। গতকাল বুধবার বেলা ১১টায় শহরের বেলেপুকুরে সংস্থাটির নকীব হোসেন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সংস্থার নির্বাহী পরিচালক হাসিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য দেন যথাক্রমে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম, আ লিক উদ্যান তত্ত্বগবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হরিদাস চন্দ্র মহন্ত। সভার স ালক ছিলেন প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. জহুরুল ইসলাম। 

অন্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সিটি প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি সাজেদুল হক সাজু, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সসম্পাদক শহীদুল হুদা অলক, বিএমডিএর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রভাষক ড. মো. সাহেব আলী, জেলা মার্কেটিং অফিসার মো. নূরুল ইসলাম, শিবগঞ্জ ম্যাংগো প্রডিউসর কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম। 

সভায় কৃষি বিষয়ক বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দ, স্থানীয় পত্রিকার সম্পাদকদের প্রতিনিধি, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রকল্পের ক্ষুদ্র উদ্যোক্তা, আম চাষী ও আম ব্যবসায়ী, কৃষি উপকরণ যোগানদাতা, আমের প্রক্রিয়াজাত পণ্য উৎপাদনকারীরা অংশগ্রহণ করেন। 


কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।