মেহেদি হাসান
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় ডিএনসির অভিযানে রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পুটিয়া উপজেলার সাবেক ইউএনও মো. নুরুজ্জামানকে ৬৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে। আইনশৃংঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ফেনসিডিল গুলো বোতল থেকে বের করে কোল্ড ডিংসের ৫টি বোতলে ভরে নিয়ে যাচ্ছিলেন নুরুজ্জামান। এ সময় কানসাটের ওয়াহিদুুজ্জামান নামে আরেক জনকেও আটক করা হয়। জানাগেছে, শুক্রবার রাত ৯ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা সেতুর টোল প্লাজা থেকে সরকারি গাড়িসহ তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জানাগেছে, নুরুজ্জামান দীর্ঘদিন ধরে সরকারি গাড়িতে মাদক পাচার করে আসছিলো এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় তার গাড়ি থেকে ৬৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। তার সরকারি গাড়িটিও জব্দ করা হয়েছে। নং-রাজ মেট্রো- ঘ-১১০০৭১।
শনিবার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান খান ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাফফর হোসেন সরকারি গাড়ি, ফেনসিডিলসহ ২ জন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।