বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মেহেদি হাসান

বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরসহ বিভিন্ন স্থানে শহীদ বৃদ্ধিজীবী দিবস ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৪৯তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৪৯ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে তাঁর শাহাদাতস্থল চাঁপাইনবাবগঞ্জ শহরের শেষ প্রান্তে মহানন্দা নদীর তীরে নির্মিত স্মৃতিস্তম্ভে পুুষ্পাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ মুুক্তিযোদ্ধা সংসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ড, সদর উপজেলা প্রশাসন, সড়ক ও জনপদ বিভাগ পুুষ্পাঞ্জলি অর্পণ করেন। 

জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  দেবেন্দ্রনাথ উরাও, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকার, উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি,  অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুুব আলম খান শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুুষ্পমাল্য অর্পণ করা হয়। স্মৃতিস্তম্ভে  তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এদিকে জেলা প্রশাসন সোমবার বিকেল ৪টায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। অনলাইন প্লাটফরমে এই আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মূখ্য আলোচক ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি। প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় আরো অংশগ্রহণ করেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা মনিম উদ দৌলা চৌধুরী, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, জেলা শিক্ষা অফিসার সাইফুল মালেক। সঞ্চালনায় ছিলেন জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল।

বক্তারা বলেন- বাঙালি জাতিকে মেধাশূন্য করতেই বাঙালির বিজয় অর্জনের মাত্র দুইদিন আগে আজকের এই দিনে পাকহানাদার বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে। কিন্তু তারা তা পারে নি। বিজয় অর্জনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শক্তহাতে দেশের হাল ধরেন। কিন্তু স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তি থেমে থাকেনি। তারা তাদের ষড়যন্ত্র চালিয়ে যেতে থাকে এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। কিন্তু তাদের স্বপ্ন পুরণ হয়নি। স্বপ্ন পুরণ হয়েছে বঙ্গবন্ধুর। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। বিশ্বের কাছে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। উন্নয়নের এই ধারা বাধাগ্রস্ত করতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার মধ্যদিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়ছে। তাই আজকের দিনে শপথ নিতে হবে কোনোকারণে দেশের উন্নয়ন, যেন বাধাগ্রস্ত না হয়, স্বাধীনতা সার্বভৌত্ব নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে।  

গোমস্তাপুর :   গোমস্তাপুরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মিজানুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নাজির, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস ,উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  হাবিবুর রহমান, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আকতার আলী কচি খাঁন প্রমুখ । এর আগে সন্ধ্যায় রহনপুর বিজিবি ক্যাম্পের সামনে অবস্থিত বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নাজির, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস ,উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  হাবিবুর রহমান, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আকতার আলী কচি খাঁন, চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হালিমা খাতুন সহ অন্যান্য অতিথিবৃন্দ। 


নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ১০টায় নাচোল থানা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, সহকারী কমিশনার ভূমি খাদিজা বেগম, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা কৃষি অফিসার বুলবুল আহমেদ, সমাজসেবা অফিসার আল-গালিব, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মতিউর রহমান।

শেষে নাচোল থানা চত্বরে ৩জন সিপাহী মেসের আলী, আব্দুল মালেক ও সিরাজুল ইসলামসহ পাক হানাদার বাহিনীর গুলিতে দেশব্যাপী শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।