চাঁপাইনবাবগঞ্জে রুশ বিপ্লব ও বাসদ’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে রুশ বিপ্লবের ১০৩ তম ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে জেলা বাসদের উদ্যোগে রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা বাসদের আহবায়ক কানাই চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, বাসদ নওগাঁ জেলা শাখার আহবায়ক কমরেড জয়নাল আবেদীন মুকুল, সদস্য ফরজ মনি, সুদর্সন পাল, শান্তি শীল ও স্কুল শিক্ষক আলী আশরাফ বাবু।
বক্তারা বলেন, মানব জাতির ইতিহাসে প্রথম শ্রমিক শ্রেণি ক্ষমতা দখল করে পুঁজিবাদী - সাম্রাজ্যবাদী জঞ্জাল থেকে মুক্তি দিয়ে নতুন সভ্যতার দিশা তৈরী করেছিল মহান রুশ বিপ্লব। সমাজতান্ত্রিক দেশগুলো করোনাভাইরাস মোকাবিলা করে প্রমাণ করলো সমাজতন্ত্রই মানব জাতির একমাত্র মুক্তির পথ।