মেহেদি হাসান
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরের মৃত্যুতে ইবিএইউবি উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান গভীর শোক প্রকাশ করেছেন।
ইবিএইউবি উপাচার্য শুক্রবার (২৭ নভেম্বর) এক শোকবার্তায় বলেন, মহান মুক্তিযুদ্ধ ও শিল্প সাহিত্য অঙ্গনে তার অবদান চিরস্মরণীয় । তার মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।’
ইবিএইউবি উপাচার্য মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, শুক্রবার সকাল পৌনে ৭টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলী যাকের। তার বয়স হয়েছিল ৭৬ বছর। বার্ধক্য ও হার্টের সমস্যাসহ কিছু শারীরিক জটিলতা নিয়ে গত ১৭ নভেম্বর ঢাকার শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয় আলী যাকেরকে।