চাঁপাইনবাবগঞ্জে ৫,২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচী উদ্বোধন

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পূণর্বাসন ও প্রনোদণা কর্মসূচী-২০২০ এর অধীনে ৫ হাজার ২৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সোমবার(১৬’নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে চাঁপাইনবাবগঞ্জ পৌর ও চরঅনুপনগর ইউনিয়নের ৮০ জন কৃষকের মাঝে বীজ ও সার তুলে দিয়ে কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠান আয়োজন করে।এসময় উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনোভা,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সীমা কর্মকার,উপসহকারী কৃষি কর্মকর্তা আমানুল্লাহ ও মনোয়ার হোসেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার জানান, পূণর্বাসনের অধীনে ২ হাজার কৃষককে ১৩.৩৪ টন বীজ ও ১৯.৫ টন সার দেয়া হচ্ছে। এছাড়া প্রনোদণার অধীন ৩ হাজার ২৬০ জন কৃষককে ৮.৬৭ টন বীজ ও ৭৬.৬৫ টন সার দেয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে বোরাধান,গম,ভুট্টা,সরিষা,সূযমূখী,চিনাবাদাম,মসুর,খেসাড়ী,টমেটো,মরিচ,শীতকালীন মুগ,পেঁয়াজ ও পরবর্তী খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ বিতরণ করা হচ্ছে।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।