চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বাল্যবিয়ে দেয়ার দায়ে বর-কনের বাবা ও মৌলবিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে এই সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার আলালপুর গ্রামে গত ৩০ অক্টোবর মৃত আমজাদ আলীর ছেলে জেন্টু (৪৫) তার নাবালিকা মেয়ের সঙ্গে পার্শ্ববর্তী হোসেনভিটা গ্রামের আব্দুল মালেকের ছেলের বিয়ে দেন। এর ১২ দিন পর খবর পেয়ে যান ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান। বৃহস্পতিবার ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করে ঘটনার সত্যতা পান তিনি। এ-সময় তিনি বাল্যবিয়ে দেয়ার দায়ে মেয়ের বাবা জেন্টু ও ছেলের বাবা আব্দুল মালেককে (৫৫) ১ বছর করে এবং বাল্যবিয়ে পড়ানোর দায়ে আলালপুর গ্রামের সহিমুদ্দীনের ছেলে মৌলবি মোয়াজ্জেম বারীউলকে (৩৭) ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান বলেন, ভোলাহাট উপজেলায় বাল্যবিয়ে দেয়া যাবে না। দুই বছরের মধ্যেও যদি বাল্যবিয়ে দেয়ার খবর পাই তাহলেও তাদেরকে আইনের আওতায় আনা হবে।