মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড়ে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার ৩১ শে অক্টোবর সকালে বিশ্বরোড মোড়ে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
ইসলামী ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মুহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামী ব্যাংক লিমিটেড রাজশাহী জোন রাজশাহীর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মোঃ কাওছার উল আলম।
বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোঃ শরিফুল আলম, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী ।
অনুষ্ঠানে এজেন্ট ব্যাংকিং সম্পর্কে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক লিমিটেড রাজশাহী জোনাল শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ হাসান আলী, চাঁপাইনবাবগঞ্জ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ ওমর আলী ,সুধী সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন , জেলা দুর্নীতি প্রতিরোধে কমিটির সম্পাদক আলহাজ্ব মসিউল করিম বাবু, শাহনেয়ামতুল্লাহ ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব শামসুল হক গানু । এজেন্ট ব্যাংকিং শাখার পক্ষ থেকে বক্তব্য রাখেন মেসার্স রহমান ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ ওয়াহেদুর রহমান ।
আলোচনা শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে বিশ্বরোড মোড় এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী ব্যাংক লিমিটেড চাঁপাইনবাবগঞ্জ শাখার সিনিয়র অফিসার মোহাম্মদ ওমর ফারুক।
এদিকে বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর হাটে ইসলামী ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মুহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে । এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন করেন রাজশাহী জোন রাজশাহীর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মোঃ কাওছার উল আলম । এসময় শাহজাহানপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।